অতিরিক্ত যাত্রী ছাড়াই লঞ্চ ছাড়তে বাধ্য করা হয়েছে: নৌমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌমন্ত্রী শাজাহান খানদুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী ছাড়াই এবার লঞ্চ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আমরা প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি কোনও ক্রমেই অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় লঞ্চ চলাচল করা যাবে না। যে লঞ্চ যে পরিমাণ যাত্রী বহন করতে পারে সেই যাত্রী নিয়ে আমরা ছাড়তে বাধ্য করেছি।’

মঙ্গলবার (২১ আগস্ট) বিকালে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী আরও বলেন, ‘বৈরি আবহাওয়ায় যাত্রীরা এই রুটে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ মনে করলে তারা যাতে ফেরিতে পারাপার হতে পারেন, আমরা সেই ব্যবস্থাও করেছি। ঈদ শেষে ফিরতি যাত্রীদের জন্যও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাদের ভোগান্তি না হয়।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী সৈয়দা রোকেয়া বেগম, মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সোনাহর আলী শরীফ, বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন।