দল চাইলে নির্বাচন করবো: সেলিম ওসমান

সেলিম ওসমানআগামী নির্বাচনে দল গোছানো, কমিটি গঠন ও মনোনয়নের বিষয়টি পুরোপুরি জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর ছেড়ে দেবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান।

রবিবার জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। নেতাকর্মীরা সেলিম ওসমানকে নির্বাচন করার তাগিদ দিলেও তিনি আগে দল গোছানোর দিকে নজর দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সেলিম ওসমান  বলেন, ‘গত ৪ বছরে আমার ও খোকার (নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা) কিছু ভুল ত্রুটি হয়েছে, আমরা মানছি। আমরা কথা দিচ্ছি সেই ভুল ত্রুটি সংশোধন করে সামনে এগিয়ে যাবো। আমি রাজনীতিতে প্রবেশ করবো তা কখনোই চিন্তা করিনি কারণ আমি রাজনীতিবিদ না। আমি একজন ব্যবসায়ী। আমি কেবল নাসিম ওসমানের স্থানে প্রক্সি দিতে এসেছি। তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে এসেছি। আমি এখনও কোনও জায়গায় ঘোষণা দেইনি যে আমি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবো। আপনারাই সিদ্ধান্ত দেবেন আমরা নির্বাচন করবো কি করবো না। আমরা দলের ও এলাকার মানুষের সমর্থন চাইবো।’

তিনি আরও বলেন, ‘যদি আপনারা ৩০০ আসনে লড়াই করতে চান তাহলে জাতীয় পার্টিকে মহাশক্তিতে রূপান্তরিত করতে হবে। অতীত নিয়ে আর সামনে ঝগড়া করবো না। জাতীয় পার্টির যেকোনও সিদ্ধান্ত আমাদের সম্মান আদায় করেই তা গ্রহণ করতে হবে।’

এমপি খোকা বলেন, ‘গত ৫ বছরে নারায়ণগঞ্জে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে। নারায়ণগঞ্জ হবে জাপার দুর্গ। এই দুর্গ কারও কাছে মাথা নত করবে না। আমি এমপি হই বা না হই জাতীয় পার্টির রাজনীতিতে আছি, আজীবন থাকবো। আল্লাহ যদি আমার কপালে এমপি রাখে তাহলে কোনও ষড়যন্ত্র আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে খোকার পাশাপাশি এরশাদের পালিত কন্যা ও জাতীয় মহিলা দলের সাধারণ সম্পাদক অন্যান্য হোসাইন মৌসুমীও মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন। আর নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে সেলিম ওসমানের পাশাপাশি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান।