গোপালগঞ্জে ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

৮৪০ বোতল ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরাগোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, যশোর জেলার খাজুর গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে মশিউর রহমান(৩৫), একই জেলার শার্শা উপজেলার রসুলপুর গ্রামের মোঃ ফজর আলীর ছেলে ইকবাল হোসেন (৩০) এবং মাদারীপুর জেলার নিসাবদি গ্রামের কাদের শরীফের ছেলে মশিউর রহমান(৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, মাদকের একটি বড় চালান পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় শহরতলীর চেচানিয়াকান্দি গিনি ফিলিং স্টেশনের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ইট বোঝাই একটি ট্রাক দেখে পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করা হয়।পরে ওই ট্রাকের মধ্যে বস্তায় রাখা ৮৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ওইসব মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।