পোশাক কারখানায় পানি পান করে শ্রমিক অসুস্থ, মহাসড়ক অবরোধ

01গাজীপুর মহানগরের মালেকের বাড়ি (ডেগের চালা) এলাকার নিউটেক্স কারখানায় পানি পান করে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় নিরাপদ পানির দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ওই কারখানার শ্রমিক সাহেরা, আল-আমিন, কল্পনা আক্তার ও আলমগীর হোসেন জানান, কয়েক শ্রমিক সকাল ১০টার দিকে (টিফিন বিরতি) পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে নিরাপদ পানি সরবরাহের দাবি জানায়। এসময় কিছু উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শ্রমিকদের দাবি দাওয়া ও নিরাপদ পানি সরবরাহের আশ্বাস দিয়ে তাদরেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। ’