আপিল করে তারেক রহমানসহ সকলকে খালাস করাতে সক্ষম হবো: জয়নুল

জয়নুল আবদিন ফারুক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে আপিলের মাধ্যমে খালাস করানো হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন। বুধবার দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল শেষে জয়নুল আবদিন এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি এ মামলার রায়ে তারেক রহমানসহ জাবজ্জীবনপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস করতে পারবো। ঘটনার পর বর্তমান প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে যে সাক্ষ্য দিয়েছিলেন তাতে মুফতি হান্নান ও তারেক রহমানের নাম বলেননি। তারপরও মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ডে রাখা হয়েছে। অথচ আইনে আছে একটি মামলায় ১৫ দিনের বেশি কাউকে রিমান্ডে নেওয়া যাবে না। মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ডে রেখে অমানসিক নির্যাতন করে তারেক রহমানের নাম বলানো হয়েছে। যদিও তারেক রহমান এ ঘটনার সঙ্গে কোনওভাবেই সম্পৃক্ত ছিলেন না। 

জয়নুল আবদিন আরও বলেন, ‘মুফতি হান্নানের ১৬৪ ধারা জবানবন্দির ওপর ভিত্তি করে এই মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন সাজাসহ বিএনপির অনেক নেতাকে সাজা দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবার ও পিন্টুকেও সম্পৃক্ত করা হয়েছে। এই সাজা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। 

তিনি অভিযোগ করে বলেন, ‘এই সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের সাজা দিয়েছে, অথচ মামলায় সাজা দেওয়ার মত কোনও কিছুই ছিল না। একদিকে তারা আদালতকে ব্যবহার করেছে, অন্যদিকে তারা নির্বাচনকে প্রভাবিত করার জন্য, সারা দেশে একটি নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির চেষ্টা করেছে।’ 

প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জীবিত ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৭ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল ১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন বুধবার (১০ অক্টোবর) এই রায় ঘোষণা করেন। পাশাপাশি মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।