মাদারীপুরে ইলিশ ধরায় ২৭ জেলের কারাদণ্ড

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কারাদণ্ডপ্রাপ্ত জেলেরামাদারীপুরে ইলিশ ধরার অভিযোগে ২৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামণ আদালত। সোমবার (২২ অক্টোবর) রাতে তাদের এ দণ্ড দেন বিচারক ফাতিমা আজরিন তন্বী। এসময় ইলিশ মাছ ও কারেন্ট জাল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনব্যাপী পদ্মা নদীর শিবচর অংশে আলাদাভাবে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত, জেলার মৎস্য অফিস, র‌্যাব ও পুলিশের একাধিক দল। পরে সেখান থেকে মাছ ধরার নৌকা ও ট্রলারসহ ২৭ জেলেকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও একশ কেজি ইলিশ। জব্দ ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর সাত্তার জানান, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর এই ২২দিন নদীতে ইলিশ মাছ ধরায় নিষেজ্ঞাধা জারি করে সরকার। মা ইলিশকে বাঁচাতে ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।