ব্যবসায়ীর কাছে ছাত্রলীগ নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

চাঁদাবাজিআশুলিয়ায় দিব্ব ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানার মালিকের কাছে সাবেক ছাত্রলীগ নেতা রাজিব ও ইউপি সদস্য শফিউল আলম সোহাগ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে কর্মচারীদের মারধর করে নগদ টাকা লুটে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় সোমবার (২২ অক্টোবর) ব্যবসায়ী রুবেল আহম্মেদ বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোশাক কারখানার মালিক রুবেল আহম্মেদের  অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগ বেশ কিছু দিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় (২১ অক্টোবর) রবিবার রাত ১টার দিকে জামগড়া এলাকায় তার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১৫/২০ জন লোক নিয়ে হামলা চালায়। তারা অফিস স্টাফ ওয়াসিম ও হালিমকে মারধর করে। এসময় ওয়াসিমের কাছে থাকা নগদ দুই লাখ টাকা লুটে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় তারা।

ছাত্রলীগ নেতা রাজিব ও ইউপি সদস্য সোহাগ রাতে ব্যবসায়ীর বাড়িতে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও মারধর, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ব্যবসায়ী বাদী হয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।