ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

ফরিদপুরফরিদপুরের নগরকান্দার ঢাকা-খুলনা বিশ্বরোডের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন যাত্রী। সোমবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইমা পরিবহনের যাত্রী গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বর্নি গ্রামের সোলাইমান মোল্লার ছেলে হাফিজুর রহমান বাদশা (৪০) ও পিকআপ ভ্যানের ইউনিলিভার এর সেলসম্যান ভাঙ্গা উপজেলার উগলাকান্দী সদরদি গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে আজিজুল রহমান মুন্সি (৫৫)। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৯৮৩১) একটি বাস প্রথমে ইউনিলিভার কোম্পানির একটি পিকআপ (ফরিদপুর ন ১১-০১২২) ও পরে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব ১৪-৪৯০৪)  ধাক্কা দেয়। এরপর ঈগল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এছাড়া ঈগল পরিবহনের চাপায় রাস্তার পাশে থাকা একটি গরু মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহফুজার রহমান জানান, ‘সোমবার দুপুরে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে লিভার ব্রাদার্সের একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঠিক সেই মূহূর্তে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি গাড়ি সেখানে আসলে ইগল পরিবহনের বাসটি ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের এক যাত্রী ও পিকআপ ভ্যানের ইউনিলিভারের সেলসম্যান নিহত হন। এসময় আহত বাসদুটির প্রায় ৩৫ জন যাত্রীকে উদ্ধার করে মোকসেদপুর উপজেলা হাসপাতাল, ভাঙা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’