বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বিকালে জনসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেছেন। তিনি দুপুর ২টার দিকে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। পরে বেলা ২টা ১৫ মিনিটে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। বিকালে কোটালীপাড়ায় জনসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি আুনষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন।

উল্লেখ্য শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনি প্রচারণা উপলক্ষে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে  আওয়ামী লীগ আজ জনসভার আয়োজন করেছে।টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতির জনকের সমাধি জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা,  কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন,  সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আহম্মদ হোসেন, শ ম রেজাউল করিম, নাজমা আক্তার, বি এম মজাম্মেল হক, মোল্লা মো. আবু কাওসার, এসএম কামাল হোসেন, আরিফ খান জয়, ছাত্রলীগের সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খায়ের, খুলনা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ জুয়েল প্রমুখ।