দোহারে নাশকতা মামলায় গ্রেফতার ১

আব্দুল হালিমঢাকার দোহারে নাশকতা মামলায় দোহার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুকসুদপুর সরকারি পদ্মা কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবুর রহমান রনি বলেন, ‘আব্দুল হালিম একাধিক নাশকতা মামলার আসামি।’ গ্রেফতার আব্দুল হালিম বলেন, ‘আমি মুকসুদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান। আমার বিরুদ্ধে কখনও কারও অভিযোগ থাকার কথা নয়। সারাজীবন ন্যায়নীতি বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করেছি। আমার বিরুদ্ধে রাজনৈতিক দুইটি গায়েবি মামলা হয়েছে। এ মামলাগুলো কেন, কী বিষয়ে হয়েছে আমি কিছুই জানিনা। তবে কিছুদিন আগে আমি একটি মামলায় আদালত থেকে জামিন নিয়েছি।

দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম জঙ্গি মদদদাতা ও নাশকতার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে তিনটি নাশকতা মামলার ওয়ারেন্ট রয়েছে। সোমবার (১৪ জানুয়ারি)  সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।’