সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মানিকগঞ্জমানিকগঞ্জের শিবালয়ে আল্ দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের বিরুদ্ধে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তেওতা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী হাফেজা আক্তার অভিযোগ করেন, ‘জামান নামের একজন নিজেকে আল্ দ্বীন ওয়েল ফেয়ার এনজিওকর্মী পরিচয় দিয়ে বিনা সুদে ঋণ দেওয়ার কথা জানায়। সুদ মুক্ত এক লাখ টাকা ঋণ পাওয়ার আশায় ১২ হাজার টাকা জমা দিয়েছিলাম। কিন্তু, টাকা জমা দেওয়ার তিন দিনের মাথায় শুনলাম ওই এনজিওর লোকজন পালিয়ে গেছে।’

আলেয়া বেগম ও রশিদ আলী অভিযোগ করেন, ‘সুদমুক্ত ১ লাখ টাকা ঋণের আশায় তারা ১০ হাজার টাকা করে দিয়েছেন।’ এছাড়া জায়েদা আক্তার, রহিমা, এনামুল, সাবের আলী ও শিমু আক্তারে মতো শতাধিক নারী-পুরুষ এ প্রতারণার শিকার হয়েছেন।

মজনু নামের একজন অভিযোগ করেন, ‘তেওতা এলাকার যে বাড়িতে অফিস। ওই বাড়ির সোহেল রানা এলাকার সবাইকে ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করতে বলেছিল। এখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।’

তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘আমি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করার ব্যবস্থা করবো। আর নেপথ্যে কারা  মদদ জোগাচ্ছেন,  তাদের শনাক্তের কাজ চলছে।’ 

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে শুনেছি। তাকে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে থানায় একটি অভিযোগ করার নির্দেশ দিয়েছি।’