প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবলীগ নেতাসহ নিহত ৪

 

single-pic-template-1নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আড়াইহাজার উপজেলার ব্রক্ষ্মনদী ই্উনিয়ন যুবিলীগের সাধারণ সম্পাদকসহ চারজন নিহত হয়েছেন। রবিবার (২০ জানুয়ারি) ভোরে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের ( এশিয়ান হাইওয়ে সড়ক) তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে আড়াইহাজার চলে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি তদন্ত সেলিম মিয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, নিহতরা হলেন আড়াইহার উপজেলার ব্রক্ষ্মনদী ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মোক্তার (৫০), একই এলাকার রাজু (৩০)  বাঘানগর এলাকার যুবলীগকর্মী মোমেন (৩৫) ও বড় ফাউসা এলাকার রিপন (৩২)। 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. এনামুর জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছে বলে খবর পেয়েছি।

তিনি আরও জানান, দুর্ঘটনায় পড়া গাড়িটি আড়াইহাজারের ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লার মেয়ের জামাতা রবিনের।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে সোনারগাঁ হয়ে আড়াইহাজার যাচ্ছিল প্রাইভেটকাটি। পথে এশিয়ান হাইওয়ে সড়কের তালতরা এলাকায় ভোরে কুয়াশার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির ভেতরে থাকা চারজনের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতাহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।