রাজবাড়ীতে ছয় ইটভাটাকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানরাজবাড়ী জেলা সদরে ছয়টি ইটভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে  রাজবাড়ী জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

মো. শরিফুল ইসলাম জানান, ইটে বিএসটিআইয়ের নির্দিষ্ট পরিমাপের বেশি জায়গাজুড়ে নাম ফলক ব্যবহার করার দায়ে বি অ্যান্ড বি ব্রিকসকে ১০ হাজার,এস টি বি ব্রিকসকে ১০ হাজার,এস এ জে আই ব্রিকসকে ৫০ হাজার,জে এস বি ব্রিকসকে ৫০ হাজার,কে বি আই ব্রিকসকে ৫০ হাজার ও এ বি কে ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭০ হাজার টাকা নগদ আদায় করা হয়েছে। বাকি ১ লাখ ৫০ হাজার টাকা পাঁচ কর্ম দিবসের মধ্যে আদায় করা হবে।

সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে বলা হয়েছে।