মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নৌডাকাত নিহত

বন্দুকযুদ্ধমুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক নৌডাকাত নিহত হয়েছে। তার নাম হুমায়ুন (৩০)। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন একথা জানিয়েছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে মুন্সীগঞ্জের মহাকালি ইউনিয়নের তালেশ্বর সেতুর নিচে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় সে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা আছে।

ওসি আলমগীর বলেন,  ‘ডাকাতির মামলায় গ্রেফতার হুমায়ুনকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তালেশ্বর সেতুর নিচে আগে থেকেই অবস্থান নেওয়া ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হুমায়ুন গুলিবিদ্ধ হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের সদস্য এসআই দেবাশীষ কুণ্ডু ও এএসআই  মিনহাজ আহত হয়েছেন। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়েছে।