রাজবাড়ীর বড় বাজারে আগুনে পুড়লো পাঁচ দোকান

আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে বড় বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রিয়াজ স্টোরের একটি কসমেটিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার পরিমাণ ক্ষতি হয়েছে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার ও টিম লিডার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত অন্য দোকানগুলো হলো—মেসার্স রিয়াজ স্টোর, মোহনা কসমেটিক্স, মৃধা স্টোর অ্যান্ড খেলাঘর ও ঐশি এন্টার প্রাইজ।

মোহনা কসমেটিক্স দোকানের মালিক গোলাম মোস্তফা কবির বলেন, ‘সকাল ৭টার দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি আগুনে পুড়ে সব শেষ। দোকানে বিভিন্ন রকমের কসমেটিক্স সামগ্রী ছিল। আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক লোন মাথায় নিয়ে এখন বিপাকে পড়েছি।’

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার ও টিম লিডার আব্দুল হালিম জানান, এই মার্কেটের তিন পাশে কোনও জানালা দরজা নেই। তাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।