উপজেলা পরিষদ নির্বাচন

আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে ওসি-ইউএনও প্রত্যাহার

মাদারীপুরমাদারীপুরের রাজৈর আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মিজানুর রহমান ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিস্ট একাধিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদকে প্রত্যাহারের ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে ওসি জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোতালেব মোল্লার অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসার রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনার ভিত্তিতে বৃহস্পতিবারই রাজৈরের ওসি জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে তার জায়গায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে মাদারীপুরে উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৩টি উপজেলার মধ্যে শিবচরে ইতোমধ্যেই তিনটি পদেই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় জেলা নির্বাচন অফিস থেকে বাকি দুটি উপজেলা রাজৈর ও কালকিনিতে নির্বাচনের সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

এছাড়া প্রচার-প্রচারণার শেষ দিন হওয়ায় প্রার্থী ও কর্মী-সমর্থকরা এলাকায় শেষ মুহূর্তের জন্য ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং পোলিং এজেন্ট নির্ধারণসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে নির্বাচন অফিস থেকে নির্বাচনি সরঞ্জামাদি পুলিশি পাহাড়ায় উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সর্বাত্মক সচেষ্ট রয়েছে।’