টুঙ্গিপাড়ায় ব্যতিক্রমী সমাজ সেবা অফিস

 গোপালগঞ্জ

অনেক জায়গায় দেখা যায় সরকারি অফিস মানেই যেখানে জরাজীর্ণ আর ভগ্নদশা। কিন্তু ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে বদলে যাচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ভবনের চিত্র। তবে উপজেলায় অনেক অফিস থাকলেও ব্যতিকম সমাজ সেবা অফিস ও তার কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়।

তিনি তার ব্যক্তিগত উদ্যোগ ও সমাজ সেবা অধিদফতরের সহযোগীতায় সরকারি অফিস করছেন করপোরেট লুকে। শুধুমাত্র ডেকোরেশেই নয় সৃজনশীলতারও পরিচয় দিয়েছেন। জাতির জনকের জন্ম ভূমির সঙ্গে সঙ্গতি রেখে অফিসের ভেতরেই তৈরি করেছেন ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। যা এর আগে উপজেলার কোনও সরকারি অফিস করেনি বা নেয়নি এর উদ্যোগ।

এছাড়া তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বইয়ের সন্ধান করতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ কর্নারে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য ও ইতিহাস। উঠে এসেছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার দৃশ্যপট। 

জানা যায়, সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় কাস্টমস এর চাকরি ছেড়ে সমাজ সেবায় যোগদান করেন। এছাড়া বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে ৭১’এর চেতনায় উদ্বুদ্ধকরণ ও সঠিক ইতিহাস জানাতে তার এই উদ্যোগ।

বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্ভোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মোহাম্মদ নুরুল কবীর।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় বলেন,‘বঙ্গবন্ধুর কারণেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তাই জাতির জনকের জন্মভূমির মানুষকে সেবাদানের সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করি। তাই সেবা গ্রহীতারদের সেবা প্রাপ্তির পাশাপাশি তাদের সেবা প্রাপ্তির স্থান টিকে ও সুন্দর করার চেষ্টা করেছি। এছাড়া আমি মাননীয় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া উপজেলাকে সুন্দর সমাজ সেবার মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাবো।