রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে যাওয়া বাড়িনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মেস বাসায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২২ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের সাঁওঘাট এলাকায় ওয়াসিম মিয়ার তিনতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে যাওয়া বাড়িঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের গেটে কর্তব্যরত পুলিশ কনস্টেবল মো. রায়হান জানান, দগ্ধ ছয়জনের মধ্যে রাকিব (২৭) ও শামীম (২৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। তরিকুল (৩০) ও হযরত আলী (৩২) নামের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া লিয়াকত (৪০) ও আরিফুল (৪২) নামের দুইজনকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহত ও দগ্ধ অন্যদের বিস্তারিত পরিচয়, ঠিকানা বা পেশা সম্পর্কে জানা যায়নি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে যাওয়া বাড়িরূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মান্নান জানান, রবিবার রাতে ওই মেস বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে ভোরের দিকে মেস বাসার কেউ একজন রান্নাঘরের চুলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফ্ল্যাটের বাসিন্দারা দগ্ধ হন। পরে দগ্ধদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভায় এবং দগ্ধ ছয়জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের ঘটনায় ভবনটির সামনে থাকা একটি প্রাইভেট কারও পুড়ে যায়।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িতিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে ভুলতা এলাকায় বেসরকারি হাসপাতাল আল রাফি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।