রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে ভবন মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ ও তিতাস গ্যাস অধিদফতর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোররাতে সাওঘাট এলাকায় আইনজীবী রাবেয়া আক্তার মিলির তিনতলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। ভবনের নিচতলায় স্থানীয় নেক্সট এক্সেসরিস লিমিটেড নামে একটি গার্মেন্ট শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই নেক্সট এক্সেসরিসের প্রিন্টের এক অপারেটর শামিম ও কোয়ালিটি কন্ট্রোলার হেলাল নিহত হয়। এ সময় আহত ও দ্বগ্ধ হয় আরও ৭ শ্রমিক।

নিহত শামিম (৩০) মেহেরপুরের মুজিবনগর থানাধীন কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে ও হেলাল বিশ্বাস রাকিব ঝালকাঠির নলছিটি থানাধীন কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে।

গুরুতর আহত তরিকুল ইসলাম, আরিফ মিয়া, হযরত আলী এবং লিয়াকত হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করে এলাকাবাসী। সোমবার রাত ৯টার দিকে পিরোজপুরের স্বরূপকাঠি থানাধীন সারেংকাঠি এলাকার মোশারফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদফতর ও তিতাস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করেছেন আইনজীবী রাবেয়া আক্তার মিলির তিনতলা ভবনে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগে নিম্মমানের পাইন ব্যবহার করা হয়েছে। এ কারণে বিস্ফোরণ হয়েছে।

তবে কোনও অধিদফতরই নিশ্চিত হতে পারেনি। মঙ্গলবার সকালে প্রধান বিস্ফোরক অধিদফতর কার্যালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করলেও বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ণয় করতে পারেননি।

এদিকে, বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতার গ্যাস সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মিজবাহ উর রহমান ও রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান বাদী হয়ে রাবেয়া আক্তার মিলির নামে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।  বিষয়টি  তদন্ত চলছে। আশা করি খুব শিগগির বিস্ফোরণের কারণ জানা যাবে। বিস্ফোরণের ঘটনায় পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ বাদী হয়ে বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলিকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছে।