বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৫

ফরিদপুরফরিদপুর জেলার সদর উপজেলার ধুলদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। বুধবার (৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঢাকা কলেজের দর্শন বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার আজাদ সৈকত (২০), গাড়ির চালক খুলনা জেলার দৌলৎপুরের শুকর আলী (৩৫), ফরিদপুরের মধুখালীর ছুরমান মোল্লা (৩২), আলফাডাংগার শাহাবুদ্দিন মৃধা (৩৫) এবং মাগুরা জেলার শালিকার মালেক মাঝি (৪৮)।

কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এ কে ট্রাভেলস নামে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চার জন নিহত হন। এ ঘটনায় আহত ১৮ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত পাঁচজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ এস আই জয়নুল ইসলাম জানান, দ্রুতগতিতে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।