আশুলিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশের দাবি ডাকাত

সাভারসাভারের আশুলিয়ায় অঞ্জাত পরিচয়ে (৫২) এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। সোমবার (১০ জুন) রাতে আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।


পুলিশ জানায়, সোমবার মরাগাং এলাকায় ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে অজ্ঞাত পরিচয়ে ডাকাত দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, নিহত ব্যক্তির বুকের বাম পাশে দুটি গুলি লেগেছে। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।