কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। তার নাম সাব্দুল (৫০)। বুধবার (১২ জুন) সকাল ১১টায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি শেরপুর জেলা সদর থানার ঘুঘরাকান্দি এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, স্ত্রীকে হত্যার দায়ে শেরপুর থানার একটি মামলার আসামি সাব্দুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাব্দুল ২০০২ সালের ২৩ জুন থেকে শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। ওই বছরের ১৫ সেপ্টেম্বর তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি এ কারাগারেই বন্দি ছিলেন। বুধবার (১২ জুন) ভোরে বুকে ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাব্দুলকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।