শিবালয়ে ১২ ড্রেজার মেশিন ধ্বংস

ড্রেজার মেশিনমানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীসহ বিভিন্ন নদীর পয়েন্টে অভিযান চালিয়ে ১২টি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। শনিবার (১৫ জুন) এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

জাকির হোসেন জানান, শিবালয় উপজেলার তেওতা যমুনা নদী, জাফরগঞ্জ, গাবতলী, ঘোষ বাড়ির খাল ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নদীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে ১২টি ড্রেজার ও প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বেআইনি এই অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যমুনা নদীর তীরবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কোনও প্রকার ড্রেজিং চলতে দেওয়া হবে না।