বালু উত্তোলনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর পৌলি সেতুর পাশ থেকে বালু উত্তোলন করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান ও আল মামুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, ‘পৌলি সেতুর পাশ থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে এলেঙ্গা কনস্ট্রাকশন ও ডিয়েনকো কোম্পানি বালু উত্তোলন করে আসছিল। এলেঙ্গা কনস্ট্রাকশনকে ৫ লাখ টাকা ও ডিয়েনকো কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে এলেঙ্গা কনস্ট্রাকশন ও ডিয়েনকো কোম্পানির কর্মকর্তারা পৌলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা দিলে পাঁচটি ড্রাম ট্রাক, দুটি মোটরসাইকেল ও আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়।’