মানিকগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

আদালত

মানিকগঞ্জে মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে দায়ের হওয়া পৃথক দুই মামলায় দুই যুবককে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রবিবার (৩০ জুন) বেলা ৩টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকী এ রায় দেন। এপিপি মথুর নাথ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত দুইজন হলো– মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের আর্জু (৩৮) ও পাবনার বেড়া উপজেলার বাগজান এলাকার আব্দুল মতিন প্রামানিকের ছেলে নূরুজ্জামান (৩৫)।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ৪০ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস নেশার ইনজেকশনসহ আর্জুকে আটক করে র‍্যাব। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়। ওই বছরের ২৪ জানুয়ারি আদালতে চার্জশিট দায়ের করে পুলিশ। আজ এ মামলায় আদালত আর্জুকে যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন।

সূত্র আরও জানায়, আরিচাঘাট এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ নূরুজ্জামানকে আটক করে র‍্যাব। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে নূরুজ্জামানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ নূরুজ্জামানকে যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন।