কবিরাজি ওষুধ খেয়ে দুই জনের মৃত্যুর অভিযোগ

সাভারঢাকার সাভারে কবিরাজি ওষুধ খেয়ে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুলাই) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ওহাব (৫২) নামে কথিত ওই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার এসআই প্রাণ কৃষ্ণ এসব তথ্য জানান।

নিহতরা হলেন—মিরপুর এলাকার জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম (৩৫)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের ওহাব কবিরাজের কাছ থেকে গত শনিবার (২০ জুলাই) চার ব্যক্তি ওষুধ নিয়ে মিরপুর এলাকায় তাদের ভাড়া বাড়িতে চলে যান। পরে তারা ওই ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ জুলাই) রাতে দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবার সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে সোমবার সকালে কথিত কবিরাজকে গ্রেফতার করে পুলিশ।

এসআই প্রাণ কৃষ্ণ বলেন, ‘ওষুধ খেয়ে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।’