পদ্মায় তীব্র স্রোত, স্বাভাবিক হয়নি কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল করছেপদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে এক সপ্তাহের বেশি সময় ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তোড়ে এই রুটে ১৮ ফেরির ১০টি চলাচল করছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে আছেন যাত্রী ও বাসচালকরা। তবে,স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ঘাটের টার্মিনালে ৪-৫ দিন ধরে পারাপারের অপেক্ষায় আছে পণ্যবাহী ট্রাক।

ঘাটে আটকা পড়া গাড়িকাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, গত কয়েকদিন ধরে পদ্মায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হলেও মঙ্গলবার সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে। দূরপাল্লার পরিবহন, পচনশীল পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।