নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে তানজিল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়াস্থ চিত্তরঞ্জন ঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ওসি আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তানজিল বন্দর থানার চৌরাপাড়া এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রবিবার দুপুরে শীতলক্ষা নদীতে গোসল করতে যায় তানজিল। সে সাঁতার জানতো না। গোসলে নেমে সে বেশি পানিতে চলে গেলে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।