গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন

এই বাড়িতেই বিস্ফোরণ হয় শনিবারগাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আকলিমা বেগম (৫০) ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনায় শতভাগ দগ্ধ গৃহকর্তা ইয়াকুব আলী মন্ডলের (৬০) অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া তাদের ছেলে স্বপন (২২) ও ইয়াকুব আলীর শ্বশুর নুর মোহাম্মদ (৮০) হাসপাতালে চিকিৎসাধীন।

আকলিমার পুত্রবধূ সাদিয়া আফরিন সাথী জানান, তার শাশুড়ির শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। এছাড়া তার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক। 

এই বাড়িতেই বিস্ফোরণ হয় শনিবারপুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর সালনা কাথোরা মন্ডলবাড়ি এলাকার একতলা একটি বাড়িতে ইয়াকুব আলী সপরিবারে বসবাস করতেনন। শুক্রবার একটি কক্ষে ইয়াকুব ও তার স্ত্রী এবং পাশের কক্ষে স্বপন ও তার নানা ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোর ৫টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ঘরের দরজা জানালা ভেঙে যায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং কক্ষ থেকে দ্বগ্ধ ও আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে তিনজনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করে।

এই বাড়িতেই বিস্ফোরণ হয় শনিবার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ওই বাড়ির রান্নাঘর অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার গ্যাস লাইনের লিকেজ থেকে নির্গত হয়ে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে আটকা পড়ে। পরে বৈদ্যুতিক শর্ট সর্কিটের কারণে জমাট থাকা গ্যাসের বিষ্ফোরণ ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্তের পর অগ্নিকাণ্ডে প্রকৃত কারণ জানা যাবে।