বাসাইলে সড়কে এক হাজার গাছ লাগালো ‘ঠিকানা’

গাছা লাগানো হচ্ছেটাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা-‘ঠিকানা’র উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বার্থা ও কলিয়াসহ কয়েকটি এলাকার সড়কের দু’পাশে আকাশমনি ও নিমগাছের চারা রোপণ করা হয়।

লাগানোর জন্য ভ্যানে করে চারা নিয়ে যাওয়া হয়েছেএসময় উপস্থিত ছিলেন—উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, ড. জুলহাস আলী মিয়া, ইউপি সদস্য বেলায়েত হোসেন, ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রুমেল প্রমুখ।

এই রাস্তার দুধার দিয়ে গাছ লাগানো হয়েছে২০১৭ সাল থেকে ‘ঠিকানা’ অসহায় ও দুস্থ মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।