শীতলক্ষ্যার তীর থেকে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ অংশে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে নদীর তীর থেকে ১৩টি জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া নদীর তীর দখল ও ভরাট করে গড়ে তোলা আরও আটটি অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ-পরিচালক শহীদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশাম প্রমুখ।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৩টি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের নদীর তীর দখল করে গড়ে তোলা আংশিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অন্যান্য আরও আটটি শিল্প প্রতিষ্ঠানের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান বিকাল চারটা পর্যন্ত চলে।