হোটেলে অসামাজিক কাজের দায়ে দুই জনকে জরিমানা

সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেলমানিকগঞ্জ শহরের জয়রা রোডের সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেলে অসামাজিক কাজের অপরাধে হোটেল মালিক ও এক যুবককে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন ওই হোটেলে অভিযান পরিচালনা করেন।

বিল্লাল হোসেন জানান, ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের দায়ে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩৫৪ ধারায় এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ৭ ধারা লঙ্ঘন করে লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার দায়ে ও একই আইনের ১৯ ধারায় হোটেল মালিক মশিউর রহমান মাসুদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া হোটেল মালিককে ভবিষ্যতে এসব খারাপ কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।