পকেট কমিটি ইস্যুতে মানিকগঞ্জ জেলা বিএনপিতে পদত্যাগের হিড়িক

বিএনপিমানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুটি পৌরসভাসহ ৯টিতে বিএনপি জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনের পর থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। এরই মধ্যে দু’টি উপজেলা ও একটি পৌরসভায় ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগী নেতাদের অভিযোগ, ঢাকায় বসে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশিদ খান, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান এবং সদস্য সচিব এসএ জিন্নাহ কবির উপজেলা ও পৌরসভা কমিটিগুলোতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে অরাজনৈতিক নেতাদের নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। এজন্য তারা কমিটি প্রত্যাখান করেছেন।

প্রথম দফায় ১৪ সেপ্টেম্বর শিবালয় উপজেলার ৩৩ জন আহ্বায়ক সদস্যের মধ্যে ২৪ জন পদত্যাগ করেন। এরপর মানিকগঞ্জ পৌরসভার ৩৩ সদস্যের গঠিত বিএনপির ১৭ জন পদত্যাগ করছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির ১৮ জন পদত্যাগ করেছেন।

গণপদত্যাগের কারণ সম্পর্কে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা বলেন,  ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে ত্যাগী নেতাদের বাদ দিয়ে জেলার আহ্বায়ক ও তার অনুসারীদের নিয়ে পকেট কমিটি গঠন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে চলতে থাকলে ৭ উপজেলা ও দুই পৌরসভা ৯টি কমিটির অধিকাংশ নেতারা পদত্যাগ করবেন।’

প্রসঙ্গত,  ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জের জেলা আহ্বায়ক কমিটির একাংশ ৭ উপজেলা এবং দুই পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে।