৪ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেন চলাচল (ফাইল ছবি)

টানা ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহের সঙ্গে ভৈরবের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শনিবার (১২ অক্টোবর) রাতে ২৪২ নম্বর ডাউন ময়মনসিংহ লোকাল ট্রেনটি ময়মনসিংহ থেকে ভৈরবের উদ্দেশে প্লাটফর্ম ছাড়ে। ভৈরব স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এরপর টানা ৪ ঘণ্টা ময়মনসিংহের সঙ্গে ভৈরবের ট্রেন চলাচল বন্ধ ছিল।

এসব তথ্য নিশ্চিত করে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে পৌঁছে। এরপর রাত ১২টায় লাইনচ্যুত বগিটি  উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।