যমুনায় মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

যমুনায় ইশিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

টাঙ্গাইলের যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম এ দণ্ডাদেশ দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে যমুনা নদীতে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, এসময় ১০-১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গ্রেফতার জেলেরা হলেন, সদর উপজেলার কালিকাউটিল গ্রামের ঠান্ডু সিকদারের ছেলে সুলতান সিকদার, আনোয়ার সিকদারের ছেলে আলম সিদকার, সোনা উল্লাহ সিকদারের ছেলে ছাইদুল ইসলাম, ছামাদ মিয়ার ছেলে আব্দুল মালেক, নৌয়ব মোল্লার ছেলে শহর আলী, গফুর শেখের ছেলে মজনু শেখ, দেলদা গ্রামের একাব্বর আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী, আব্দুল গনির ছেলে আজাহার, ছুরমান আলীর ছেলে শওকত আলী, নরসিংহপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে মাজেদুল মোল্লা, ঝাউগারা গ্রামের নুরনবীর ছেলে মামুন মিয়া, ফোরকান আলী তালুকদারের ছেলে শুকুর আলী।