সখীপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের বিক্ষোভ

 

01টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী গাধুর স্টেশন চৌরাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় সড়কের দুই পাশের যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ অবরোধস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



জানা যায়, বুধবার (৬ নভেম্বর) উপজেলা ছাত্রলীগ ৭নং দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে ত্যাগীদের বাদ রেখে অ-ছাত্রদের নিয়ে পকেট কমিটি দেওয়ার অভিযোগ উঠে। পরে পদবঞ্চিতরা ওই পকেট কমিটি বাদ দিয়ে নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ করে।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া আব্দুল্লাহ আল মারুফ, জুনায়েদ জুলহাস ও শাকিল সরকার বলেন, রাতের আঁধারে কাউকে না জানিয়ে অ-ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। এই কমিটি ভেঙে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটির দাবি জানান তারা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম বলেন, ‘সবার মতের ভিত্তিতেই কমিটি ঘোষণা করা হয়েছে। তারপরও একটি পক্ষ এর বিরোধিতা করছে। তবে যারা বিক্ষোভ করছে তারা সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রলীগের কর্মী নয়।’

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’