কোলবালিশের ভেতর থেকে গাঁজা উদ্ধার, আটক ২

কোলবালিশের ভেতর থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

রাজবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে কোলবালিশের ভেতর থেকে দুই কেজি গাঁজাসহ মো. লোকমান শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. বাবর আলী (২৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আধা ঘণ্টা অভিযান চালিয়ে কালুখালীর দূর্গাপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম এ কথা জানান।

আটক লোকমান শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের বক্কর শেখের ছেলে এবং বাবর আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালাগাংপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম জানান, ‘পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১০০ বোতল ফেনসিডিল ও কোলবালিশের ভেতর থেকে ৪০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজা উদ্ধার করেছে।’

তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস মামলা করেছেন।