মানিকগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

01মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম মাহমুদা বেগম (৪৫)। বুধবার (২২ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, মাহমুদা তার পরিবার নিয়ে তাদের পাঁচতলা ভবনের দোতলায় থাকেন। তাদের দাবি, সকাল পৌনে ১০টার দিকে আনুমানিক তিন জন ব্যক্তি বাড়ির ভেতর প্রবেশ করে। এ সময় তারা মাহমুদাকে নিজ ঘরের ভেতরে শ্বাসরোধে হত্যা করে। ঘটনা টের পেয়ে মেয়ে জ্যোতি (২০) মাকে বাঁচাতে গেলে তাকে আটকে রাখে এবং মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ঘটনাস্থলে যান। তিনি জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। কিন্তু কারণ এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।