নদী দখলদারদের তালিকা সংসদে উত্থাপিত হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী




ৃৃনদী দখলদারে জড়িত ব্যক্তিদের তালিকা সংসদে উত্থাপিত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নদী মাতৃক বাংলাদেশের নদীগুলো বাঁচাতে সকলের সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার নদী বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা নিয়ে কাজ করছে।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নদী রক্ষা কমিটি আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘নদীর সঙ্গে দেশের সামগ্রিক বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এক কথায় নদী বাঁচলে দেশ বাঁচবে। ফলে নদীগুলোকে রক্ষা করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। ইতোমধ্যে নদীগুলোর ব্যাপারে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে। এ কমিটি নদী রক্ষায় কাজ করে যাচ্ছে। কোথাও নদী দখলের খবর পেলে এই কমিটিকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন প্রমুখ।