স্ত্রী হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক স্বামী ৩২ বছর পর গ্রেফতার

আব্দুল মতিনস্ত্রীকে হত্যার দায়ে ৩২ বছর আগেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল আব্দুল মতিনের (৫৫)। রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন তিনি। অবশেষে ৩২ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বদলপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ঝাউকান্দি গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, ১৯৮৮ সালে পারিবারিক কলহের জের ধরে মতিন তার স্ত্রী জান্নাতকে গলাটিপে হত্যা করে। পরে স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে। এরপর থেকেই পালিয়ে বেড়ায় ঘাতক মতিন। পরবর্তী সময়ে বিষয়টি আত্মহত্যা নয় বলে জানাজানি হলে নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ১৯৯১ সালে বিশেষ ট্রাইব্যুনাল আদালত মতিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মতিনকে নারায়ণগঞ্জ জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।