টাঙ্গাইলে ৯ বছরে ৫১টি মানবপাচারের মামলা, সবই বিচারাধীন

Tangail pic 29.02.2020টাঙ্গাইলে ৯ বছরে ৫১টি মানবপাচারের মামলা হয়েছে, প্রত্যেকটি মামলারই বিচার প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখা।

কর্মশালায় বক্তারা জানান, ২০১২ সালের জানুয়ারি মাস থেকে ২০২০ সাল পর্যন্ত ৫১টি মানবপাচারের মামলা হয়েছে। এর মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে ১৮টি। অভিযোগপত্র দেওয়া হয়েছে ৩০টি মামলার। তদন্তাধীন রয়েছে ৩টি। চার্জশিট দেওয়া হয়েছে ১১টি এবং সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে ১৯টি মামলা।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।