করোনাভাইরাসে আক্রান্ত লৌহজং-এর ইউএনও

কাবিরুল ইসলাম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম খানের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। তিনি বর্তমানে উপজেলার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। রোববার (৩১ মে) রাত ১০টার দিকে লৌহজংয়ের সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন ধরে গলা ব্যথা অনুভব করলে তিনি করোনা পরীক্ষা করান। আজ সন্ধ্যায় মোবাইলে তাকে নিশ্চিত করা হয় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। নমুনা দেওয়ার আগে থেকেই তিনি সবার কাছ থেকে নিজেকে দূরে রেখে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সরকারি ত্রাণ বিতরণ, শনাক্তের বাড়ি লকডাউন, বাড়ি বাড়ি খাবার পৌঁছানোসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে সংক্রমিত হয়েছেন তিনি।

মুন্সীগঞ্জে রবিবার নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭০৯ জন।