মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে জরিমানা





ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন অভিযান চালিয়ে ২২ জনের কাছ থেকে ২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মানতে ভূঞাপুর থানা মোড় ও বাজার এলাকায় পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মুখে মাস্ক না পরে হাট-বাজারে ঘোরাফেরার দায়ে ২২ জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এছাড়া অনেককেই দোকান থেকে মাস্ক কিনে সেগুলো জনসাধারণের মাঝে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ দেখে অনেকেই দ্রুত পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতনতা অবলম্বন করতে হবে। বর্তমানে দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অনেকেই মাস্ক পরেছেন, তবে তা থুতনির নিচে। ভ্রাম্যমাণ আদালত দেখে অনেকেই পকেট থেকে মাস্ক মুখে পরছেন। এ সময় ২২ জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।’

এদিকে মাস্ক ব্যবহারে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।