ভারতীয় শাড়িসহ গ্রেফতার ১





গ্রেফতারকৃত মো. মাসুদ রানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে ৬শ’ পিস ভারতীয় শাড়িসহ মো. মাসুদ রানা (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে একটি প্রাইভেটকারযোগে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশে শাড়িগুলো নিয়ে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকালে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. মাসুদ রানা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিষ্ণপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। দীর্ঘদিন ধরে সে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রাইভেটকার চালকের ছদ্মবেশে ভারত হতে চোরাই পথে শাড়ি নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন মার্কেটে বিক্রি করে আসছিল।