সাড়ে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া ফেরি ঘাট



ঘনকুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে বুধবার  সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। নৌপথে নৌযান চলাচলের পথে ঘনকুয়াশা বৃদ্ধি পেতে থাকলে ফেরি পারাপার বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।  

শিমুলিয়া ফেরি ঘাট

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, কুয়াশা কেটে গেলে ভোর ৬টায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি আছে। ফেরি বন্ধের সময় ৪টি ফেরি মাঝ নদীতে নোঙর করে ছিল। যা বর্তমানে গন্তব্যে চলে গিয়েছে। ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি আছে পারের অপেক্ষায়। বর্তমানে নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।