২০০ লিটার মদসহ গ্রেফতার হলেন তারা

নরসিংদীতে চিহ্নিত তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের কাছ থেকে ২০০ লিটার চোলাই মদ পাওয়া গেছে। রবিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের ভেলানগর জেলখানা মোড় হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবাইল এলাকার বাবুল মিয়ার ছেলে মো. জসিম মিয়া (৪০), হোসেনপুর থানার নৌপুরা এলাকার সিদ্দিক হোসেন এর ছেলে মো. রিক্সন ওরফে লিটন (২৮) এবং নরসিংদী সদর থানার হাজীপুর আনসার ক্যাম্প এলাকার ভোলা রবি দাস এর ছেলে নানকা রবি দাস (৪৭)।

রবিবার বিকালে জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) এসআই মাহমুদুল হাসান মারুফ, উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলিম ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এই সময় ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় হতে তাদের গ্রেফতার এবং ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত নানকা রবি দাসের বিরুদ্ধে ইতোপূর্বে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।