পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

আজ শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে । কুয়াশায় দিক হারিয়ে বাধ্য হয়ে মাঝ পদ্মায় যাত্রী-যানবাহনসহ ৪টি ফেরি নোঙর করে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির আরিচা এরিয়া অফিসের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন।

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা আরও বলেন, মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা হঠাৎ করে বেড়ে যাওয়ায় রাত সাড়ে ১০ টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দিক নির্ণয় না করতে পারায় মাঝ নদী ফেরি নোঙ্গর করে আছে। ২ শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও আরসিএল মোড়ে আরও কিছু ট্রাক নৌপথ পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ফেরির ওই কর্মকর্তা।