রূপগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৫ লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাপড় ব্যবসায়ী আপন দুই ভায়রাকে অজ্ঞান করে মলম পার্টির সদস্যরা  ৫ লাখ টাকাসহ মোবাইল ফোন লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে গাউছিয়া পাইকারি কাপড়ের বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলামের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে তার শ্যালক আড়াইহাজার থানাধীন কলাগাছিয়া গ্রামের হাজী সোহরাবের ছেলে শহিদুল ইসলাম ও তার ভায়রা শহিদুল ইসলামের নরসিংদীর মাধবদী থানার খাদিমাচর এলাকার আব্দুর রউফের ছেলে শামিম মিলে পাইকারি কাপড় কিনতে গাউছিয়া মার্কেটে আসেন। দুপুর ১২ টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির ৫০ গজ দূরে রেদোয়ান প্লাজার সামনে মলম পার্টির দুজন সদস্য তাদের মুখে রুমাল চেপে ধরেন। মূহূর্তে তারা অজ্ঞান হয়ে গেলে দুর্বত্তরা তাদের দুজনের সাথে থাকা কাপড় কেনার ৫ লাখ টাকা ও দুটি দামি অ্যানড্রয়েড মোবাইল ফোন লুটে নেয়। পরে স্থানীয় এক ভ্যানচালক  দুই কাপড় ব্যবসায়ীকে গাউছিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দিন বলেন, মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। তাছাড়া লোকাল বাস আর লেগুনা ট্রাকের কারণে মহাসড়কে যানজট লেগে থাকে। এসব ব্যাপার সামাল দিতেই আমরা হিমশিম খাই। তাই সবাইকে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।