জুয়াতে বাধা দেওয়ায় কোপানোর অভিযোগ চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে

মানিকগঞ্জের সাটুরিয়ায় জুয়া খেলায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফোন করে ডেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের ছেলে জুয়েল রানা এবং তার সহাযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভাটারা বাজার এলাকায় মারপিটের ঘটনায়
লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগে বালিয়াটি ইউপি চেয়ারম্যান ও বালিয়াটি আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিনের ছেলে জুয়েল, ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য দুর্লভের ছেলে রাজিব, নাছির ও ভাটারা গ্রামের নাইম হোসেনকে আসামি করা হয়েছে।

হামলায় আহত সুজন অভিযোগ করে জানান, সাটুরিয়া শিয়ালোপাড়ায় প্রতিদিনই জুয়া খেলা হয়। ওই জুয়া খেলায় বাঁধা দিলে জুয়েল স্থানীয় সুজনকে ফোনে ডেকে আনেন ভাটারা বাজারে। এই সময় সুজনের সঙ্গে আরও কয়েজন ছেলে আসে। ভাটারা বাজারে আসা মাত্রই তাদের ওপর চাপাতি ও লোহার রড দিয়ে হামলা চালায় জুয়েল ও তার সহযোগীরা।

পরে স্থানীয়রা আহত সুজনসহ তিন জনকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে। সুজনের মাথায় ১৮টি সেলাই লেগেছে বলে জানিয়েছে তার বাবা মেছের আলী।

ভুক্তভোগীরা অভিযোগ করে জানিয়েছে, পূর্বেও জুয়েল বালিয়াটির এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করে বিপ্লব নামের একজনকে রডও চাপাতি দিয়ে জখম করে হাসপাতালে পাঠায়।