বাংলা ট্রিবিউনের সাংবাদিক বিজয়ের ওপর হামলা: বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি

পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের সখীপুর ও ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সহ-সভাপতি মতিউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার, এশিয়ান টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলু, যায়যায় দিন প্রতিনিধি সাজ্জাত লতিফ, ইউপি সদস্য কামরুল সিকদারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একইসময়ে জেলার ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কমর্সূচি পালন করেন কর্মরত সাংবাদিকরা। এরআগে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন সাংবাদিকরা। এসময় প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিকসহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার দুইদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা।

এরআগে সোমবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাব ও বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইলের কাউলজানিতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। চেয়ারম্যান এ পরিস্থিতি দেখানোর জন্য বাংলা ট্রিবিউন প্রতিনিধি এ কে বিজয়কে ফোন করে ডেকে নেন। বিজয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, চেয়ারম্যানের লোকজন পরিবারটিকে ঘর তুলতে বাধা দিচ্ছে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানের পক্ষের লোকেরা উত্তেজিত হয়ে ঘর তোলার চেষ্টাকারী পরিবারটির ঘরের খুঁটিসহ অন্যান্য জিনিসপত্র ছুড়ে ফেলে। ঘটনাস্থলে চেয়ারম্যানের ডাকে গিয়ে উল্টো তার অনুসারীদের অপকর্মের ছবি তুলতে গেলে হামলার শিকার হন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়। এসময় তারা বাঁশ ও লাঠি দিয়ে তাকে বিনা কারণে মারপিট করে। ঘটনাস্থলে একজন এসআইসহ তিন জন পুলিশ সদস্য থাকলেও তারা স্থানীয়দের থামাতে কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে।

হামলার ঘটনায় চেয়ারম্যান হাবিবুর রহমান দুঃখ প্রকাশ করলেও দোষীদের বিরুদ্ধে কোনও্র পদক্ষেপ নেননি।

পরে পুলিশের সহায়তায় বিজয়কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত এনায়েত করিম বিজয় নিজেই বাদী হয়ে বাসাইল থানায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।